নটর ডেম স্কুল এন্ড কলেজ
শ্রীমঙ্গল, মৌলভীবাজার-৩২১০
EIIN: 139658
নটর ডেম কলেজের ইতিকথা ও নটর ডেম স্কুল এন্ড কলেজের ঐতিহাসিক যাত্রা::
নটর ডেম কলেজের ইতিকথা ও নটর ডেম স্কুল এন্ড কলেজের ঐতিহাসিক যাত্রা ‘নটর ডেম’ বাংলাদেশে শিক্ষা ক্ষেত্রে এক সুপরিচিত নাম। ঐতিহ্যবাহী নটর ডেম কলেজ দেশের অন্যতম বিদ্যাপীঠ। পবিত্র ক্রুশ সংঘের যাজক সম্প্রদায় কর্তৃক প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী নটর ডেম কলেজ প্রথমে ১৯৪৯ খ্রিষ্টাব্দে “সেন্ট গ্রেগরী কলেজ” নামে ঢাকার লক্ষীবাজার এলাকায় প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৫৪-৫৫ শিক্ষাবর্ষে ঢাকার বাণিজ্যিক এলাকা মতিঝিলে স্থানান্তর করে “নটর ডেম কলেজ” নাম রাখা হয়।
শিক্ষার আরও একধাপ এগিয়ে নেয়ার লক্ষে বর্তমানে নটর ডেম কলেজের পাশেই প্রতিষ্ঠিত হয়েছে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। আরও আনন্দের বিষয় হলো ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে ময়মনসিংহে দ্বিতীয় নটর ডেম কলেজ প্রতিষ্ঠা করা হয়। শিক্ষার আলো সর্বস্তরের শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেবার অঙ্গীকার নিয়ে শ্রীঙ্গলে “নটর ডেম স্কুল এন্ড কলেজ” প্রতিষ্ঠা পবিত্র ক্রুশ ফাদারদের দ্বারা পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে একটি ব্যতিক্রমধর্মী পদক্ষেপ।
নটর ডেম স্কুল এন্ড কলেজের ঐতিহাসিক অগ্র যাত্রা ও প্রত্যাশা:
২০০৮ খ্রিস্টাব্দের জানুয়ারি থেকে নটর ডেম জুনিয়র স্কুল ১২ বৎসর ধরে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত শুধুমাত্র শ্রীমঙ্গলের সাধু যোসেফের ধর্মপল্লীর হোস্টেলের ছেলে-মেয়েদের জন্য পাঠদান কার্যক্রম পরিচালনা করে এসেছে। পবিত্র ক্রুশ সংঘের ফাদারগণ (হলি ক্রস ফাদার হিসেবে বাংলাদেশে অধিকতর পরিচিত) বিভিন্ন সাধারণ সভায় প্রস্তাবনা ও আলোচনায় শ্রীমঙ্গল ধর্মপল্লীর সংলগ্ন নটর ডেম জুনিয়র স্কুলকে, স্কুল এন্ড কলেজে উন্নীত করার সিদ্ধান্ত গৃহিত হয় যা শ্রীমঙ্গল এলাকাবাসিরও অনেক দিনের দাবী। ২০১৯ খ্রিস্টাব্দের ১৭ সেপ্টেম্বর বর্তমান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যদিয়ে হলি ক্রস ফাদারদের অনেক দিনের লালিত স্বপ্ন ও এলাকাবাসির দাবী পূরণের নির্মাণ কাজ শুরু হয়। অতপর, ১৬ নভেম্বর ২০২০ খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে প্লে থেকে ৮ম শ্রেণিতে ভর্তি কার্যক্রম কার্যক্রম শুরু হয়।
এই প্রতিষ্ঠানের শিক্ষাদান সকলের জন্যই উন্মুক্ত। আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান; কিংবা বঙ্গালি, গারো, খাসিয়া, মনিপুরী যা-ই হই না কেন, আমাদের পরিবারের সন্তানদের জন্য আমরা একই আশা ব্যক্ত করে থাকি। তাই এখানে আমরা একটি পরিবারের ন্যায় আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য যে আশা রেখেছি তা বাস্তবায়নের লক্ষে একসাথে প্রচেষ্টা চালাবো ও নিবেদিত হবো।
আমাদের সংঘের প্রষ্ঠিাতা ধন্য ফাদার ব্যাসিল আন্তনী মেরী মরো, সি.এস.সি; প্রায় দুইশত বছর আগে বলেছেন “আমরা হৃদয় ব্যয় করে মনকে শিক্ষিত করবো না” এইখানে আদর্শ শিক্ষাদানের পাশাপাশি সততা, উদারতা, যতœ, সেবা কর্মঠ এবং শৃঙ্খলা বিদ্যমান।
এই বিদ্যাপিঠ হচ্ছে আদর্শ শিক্ষায় সমৃদ্ধি লাভ এবং অবদান রাখার জায়গা। প্রত্যেক শিক্ষার্থীই এই প্রতিষ্ঠানে সম্মানীয়। শিক্ষকদের সাহচার্যে প্রত্যেক শিক্ষার্থীর শ্রেষ্ঠত্ব যথাযথভাবে অন্বেষণ করার আর্দশ বিদ্যাপিঠ হচ্ছে নটর ডেম স্কুল এন্ড কলেজ শ্রীমঙ্গল। প্রয়োজনীয় কাউন্সিলিং ও দেওয়া হবে। অভিভাবকরাও যুক্ত থাকবেন এবং অনুষদেরও পরামর্শ নেওয়া হবে। ভাবিষ্যতে শিক্ষার্থীরা অতি গর্বের সাথে বলবে আমি একজন ‘নটরডেমিয়ান’।
দর্শন (Vision):
নটর ডেম স্কুল এন্ড কলেজ শ্রীমঙ্গল শিক্ষায় উপযুক্ত পরিবশ সৃষ্টি করে শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য অনুপ্রাীণত করে যেন তারা মর্যাদাপূর্ণ ব্যক্তিতে রূপান্তরিত হয়ে বর্তমান বিশে^র চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করার জন্যে জ্ঞান ও দক্ষতায় সুসজ্জিত হতে পারে।
প্রেরণ-কর্ম (Mission):
নটর ডেম স্কুল এন্ড কলেজ যথোপযুক্ত শিক্ষার পরিবেশে তত্ত¡ ও ব্যবহারিক ক্লাস এবং সহ-শিক্ষা কার্যক্রমের শিক্ষার্থীদের জন্যে মানসম্পন্ন ও গুণগত শিক্ষা দানকরে থাকে। এই স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের উদ্ভাবনী ও গুণগত জীবন-ব্যাপীশিক্ষা দান করে যা তাদের জীবনকে সফলতার পথে পরিচালিত করে।
লক্ষ্য (Goal):
দেশে নটর ডেম স্কুল এন্ড কলেজ শ্রীমঙ্গলকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানরূপে প্রতিষ্ঠা করা, যেখানে শিক্ষার্থীরা সকলে সমান সুযোগ লাভের মাধ্যমে ব্যবহারিক জ্ঞান অর্জন করবে।
মূলমন্ত্র (Motto) :
নটর ডেম স্কুল এন্ড কলেজ শ্রীমঙ্গল-এর মূলমন্ত্র হচ্ছে, জ্ঞান অন্বেষণ করো মানব সেবারতরে। এই মূলমন্ত্রের প্রতিপাদ্য হলো শুধু গ্রন্থগত বিদ্যায় সীমাবদ্ধ না থেকে প্রকৃত জ্ঞানঅন্বেষী হয়ে মানব সেবায় ব্রতী হওয়া। ইরেজি knowledge শব্দের বাংলা হলো জ্ঞান। স্কুল এন্ড কলেজের নাম Notre Dame, ফরাসি ভাষা থেকে উদ্ভ‚ত; যার ইংরেজি হলো Our Lady এবং বাংলায় মাতা মেরী। যীশু খ্রিস্টের জননী জ্ঞানের মাতা মেরী যেমন তাঁর পুত্রকে জ্ঞানে, বয়সে ও মানুষের ভালোবাসায় গড়ে তুলেছেন এবং মানব সেবায় ব্রতী হয়ে জীবন উৎসর্গ করতে অনুপ্রাণিত করেছেন, তেমনি মাতৃরূপ এই শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেক Notredamian-কে অত্র স্কুল এন্ড কলেজের মূলমন্ত্রে দীক্ষিত হয়ে শিক্ষা লাভের মাধ্যমে প্রকৃত জ্ঞান অন্বেষণ করে মানবিক ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে মানব সেবায় ব্রতী ব্যক্তিরূপে গড়ে তুলতে নিবেদিত।
নটর ডেম স্কুল এন্ড কলেজ
বারিধারা, ক্যাথলিক মিশন রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার-৩২১০
“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। -------------------বর্ণমালা”
মোবাঃ +880 1719-210799
ই-মেইল: principal2022ndsc@gmail.com
ওয়েব: www.ndsc.edu.bd